এখনো কি স্বপ্ন দেখ ,স্বপ্ন দেখ দিবাকর ,
              স্বপ্ন দেখ আঁধারের বুক চিরে আসে নব ভাস্কর ৷
              কিন্তু এ আঁধারতো নয় সৃষ্টি মোর বিধাতার ,
              এতো ফল মানুষের হিংসার ,লালসার
            আর ঐ সমুদ্র ,কালসমুদ্র ,সব কিছু করে গ্রাস
           মানুষের চেতনা ,বোধ ,শুধু ভাসে যে উচ্ছ্বাস ৷
           সুখের সংসারেও তাইনিত্য উঠে হাহাকার
           আরো সুখ ,আরো তৃপ্তি ,ক্ষুধা ভোগ বাসনার ৷
            নীতিহীন সমাজে নিত্য শুনি নীতির বড়াই
              যতটুকু উন্নতি তার শতগুণ চায় সবাই ৷
           নিত্য তাই নিজেরাই সুখের পরিধি বাড়ায়  ,
           আর সামনে ভূয়ো সুখেরফিরিস্তি  টাঙ্গায় ৷৷
             তাই ডাক্তার বিজ্ঞানী স্থপতির মর্যাদা নাই
              নেততা হল সর্বশ্রেষ্ঠ তার নীচে সমর্থক ভাই৷
              তোমার আমার স্বপ্ন তাই রোজ ভেঙ্গে যায় ,
             মাঝে মাঝে কিছু দেখি আলো ঝলসায় ৷
              বাস্তবের আঘাতে রোজ ভাঙ্গে স্বপ্নের মিনার ;
               দেহে মনে ক্ষত জমে দগ্ধতার ধর্ষণ বঞ্চনার ৷