কল্পনার রাজ্য ছেড়ে আজ বাস্তবে নেমে এলে
দেশে কত শত অবাঞ্ছিতের সাক্ষাৎ মেলে৷
হেথাসেথা চলে নারী ধর্ষণ আর নীতির বর্ষণ ,
প্রতিকার নাই ,শুধু মিথ্যা স্তোক ,প্রতিশ্রুতি বর্ষণ ৷
মিডিয়ার পক্ষে পতিপক্ষে তর্ক করে গুরুশিষ্য
তবু সেথ সিরিয়ালে অঢেল প্রাকধর্ষণ দৃশ্য ৷
তাতেওপ্ররোচিত মানুষ ,ধর্ষণে লিপ্ত নাবালক ,
সুধাপাত্রে বিষফোঁটা ,ব্যর্থ তাই সব ধমক৷
এদিকে চিটফান্ড নামমে চলে অনৈতিক কারবার
সর্বসান্ত ক’রে চলে শুধু যন্তণাভোগ আর হাহাকার ৷
‘সঞ্চয়িনী’ ,’সঞ্চিতা’প্রভৃতির হয়নি ন্যায়,প্রতিকার
তাই সবে জুুগিয়েছে বল আর অঅনৈতিিক অধিকার ৷
অথথচ কবে গুরু ক’ররে শুরু আজকের সসমবায় ,
এসেছিলেন প্রিয় বিপনন্ন কৃষকের আর্থিক সহায়তায় ৷৷
সে আদর্শ ,নীতি আমরা করিনিতো গ্রহণ
আমরা চেয়েছি নিজ সুুখ ,ছলেবলে অর্থ উপার্জন ৷
‘বিত্ত’গড়ততেে আজ সবার ‘চিত্ত’ করে হুুড়াহুুড়ি
‘তোলাবাজ; ‘ধরিবাজে’ চলে অযথা কাদা ছোঁড়াছুঁড়ি ৷
আবার ‘কার্টুন’সংজ্ঞা ভূলে  ফটো তুলে ব’লে ‘ভ্যানিস ‘
জঙ্গীরে করে না কি উদ্বুদ্ধ নির্দিষ্টজনে করতে ‘ফিনিস’ !
এসব কথাবলবো কত ,নেইকো যে তার শেষ
এম্নিভাবে চলছে জানি,আর চলবেও এই দেশ