কী দিন এল  আজকাল
        মাটি খুঁড়লেই পায় কঙ্কাল
       যারা বেঁচে তাদের চেহারাও কঙ্কাল ৷
       চারিদিকে জমে আছে কতশত কঙ্কাল,
      এইতো  আমার সুফলা দেশের হাল  
      সেখানে শুধুই মানুষ ঝারছে মনের ঝাল
       এদিকে মনে চলছে চিন্তার হরতাল ৷
         কেউ জানিনা কিসে কী পরিণতি
        নেতার কথায় দিই শুধু সম্মতি , ,
       তাই হই কভূ সম্পদ কভূ জঞ্জাল ৷
      মন আমাদের যেন মাটির তাল ,
    বুঝতে না পেরে নিজেই ছাড়ায় নিজের ছাল ৷
     কী হবে আর চাপড়ে শুধু কপাল ;
    হয়েছি কিম্বা অচিরেইতো হব কঙ্কাল ৷৷