তোমার দৃষ্টির অতলে পেয়েছি
              চাপহীন স্তিমিত উত্তাপ ৷
          তোমার চলার দৃঢ়ছন্দে
             পায় তীব্র ঘূর্ণীবার্তার সঙ্কেত ,
          তোমার বলার ভঙ্গিমায়
              মুছে যায় সব ভেদাভেদ ৷
          হাজার দুঃখের যন্ত্রণায়
              অনুতাপে অনুশোচনায় ,
          সৃষ্ট বিন্দু বিন্দু সেই জল
              নীরবে যা ঝরে চলেছে
          এক অবিস্রান্ত নির্ঝররূপে
          থাকি তারই অন্তিম প্রতিক্ষায় ৷
           না জানি এই বিশ্বমাঝ
            কোন অদৃশ্য কারণে
          সেই যাতনার নোনাজলে
           স্নান করেও সে থাকে আতুর ,
          বেদনার সুরে ুলে ঝঙ্কার
             কখনো হয়না মুখর
          নীরবেই তোলে স্নিগ্ধ উচ্ছ্বাস ৷
          তোমার না হারা জেদের মাঝেই
              পায় তার আভাস ৷