সকলেই অসহিষ্ণু তাই প্রমত্ত অবুঝ
         স্বপ্নেরা তবু আছে সতেজ সবুজ
         ভাল নয় শুধু স্বপ্নের জালবোনা
       আর উদ্ভট সব কাজের কথা শোনা ৷
        জানিনা কতদিন স্বপ্নরা মধুর রবে
       তারাওতো জ্বলেপুড়ে আজ ছারখার
       পিছুতে পিছুতে সীমায় ঠেকেছি কবে
      তবু বুঝিনি পথ নাই আর ফিরবার ৷
       দৈববলে শুভবুদ্ধির হয় যদি উদয়
        জহ্লাদের সাথেও মেলাব হাত
     দেব তাকে ভালবাসারই মৌতাত
    অগ্নিতেই জানি সবকিছু  শুদ্ধ হয়
(  তাই )মনের আগুনে যদি পোড়ে সব পাপ
বুকে টেনে নিতে তবে জাগবেনা পরিতাপ