তোমার বুকে পা রেখে হেঁটেগেছি দিনরাত
তবু কখনোতো বাড়াইনি সাহচর্যের হাত ৷
যে হাত মেলালে ঘরে ঘরে আসে সুখ
মন থেকে মুছে যায় না পাওয়ার দুখ
আর সব বিদ্বেষ হয় চিরতরে দূর,
মনে ভেসে উঠে শুধু মিলনের সুর ৷
তোমাকে দেখেইই  ভূলে যায়  সব সঙ্কীর্ণতা
তুমি কেমন দিয়ে চল সবে মিলনবার্তা  ৷৷
তুমি  মিলিয়েছ ভিন্ন ধর্ম ও সভ্য্যতায়
একপা রেখে পুরাতনী হাওড়ায়
আর এক পা  তিলোত্তমা কলকাতায় ৷
তবু আজ হই কেন বল এত শঙ্কিত
তুমি৷ যার নামে হয়ে আছ নামাঙ্কিত  
আমরা যাঁর নামে নিত্য হই স্পন্দদিত
তাঁরে ওরা দেখি নিত্য করে কেন কলঙ্কিত 1
তোমার বুক চিরে নিত্য চলে অযথা মিছিল
নিত্য অবরোধ , সন্ত্রাস ,পড়ে বৃষ্টির মত ঢিল ৷
তারই মাঝে পাাাগলল উঠে শশেষ সাথায়
আত্মঘাতী আবার সেথা হতে জলেতে লাফায়
রাতের  আলোয়   দুষ্কৃতী সেথা করে  এমন কাজ