যুদ্ধ তো এখনো হয়নি শেষ
তবে কেন সব শক্তি হল নিঃশেষ
তবে কেন এই  বিশ্রাম  ?
এতো কোন সীমিত যুদ্ধ ক্ষেত্র নয়
এর পরিব্যপ্তি জীবনময়৷ ৷
এখানের মিত্রবেশী শত্রু সবাই
চেনা হয়েও অচেনা ভীষণ,
ইর্ষা,বিদ্রুপ ,বঞ্চনার অস্ত্র নিয়ে
করছে ওরা আমৃত্যু লড়াই ৷
তাদের সাথে যুদ্ধে কি পর্য্যুদস্ত
সীমান্তের নির্ভরশীল সৈনিক 1
জানি তুমি আজ রণক্লান্ত
গৃহে বাহিরে যুদ্ধে থেকে রত ;
জন্মভূমি  থেকে তব মনোভূমি
সর্বত্র জাগ্রত আজ দ্বন্দ-সৈরিক ৷
ভোগসর্বস্ব পৃথ্থীর চারাথিক,
অবক্ষয়ের মাত্রাও বাড়ে দৈনিক
পথ মেলেনা করতে সমাধান
তাই বুঝি মেনে নাও আত্ম-নির্বাসন ৷
জানি তুমি রণক্লান্ত
কিন্তু আমরাও যে উদভ্রান্ত
তাই যতক্ষণ থাকে শ্বাস ,
তোমাকেই করি যে বিশ্বাস;
শুধু চায় কিছু আশ্বাস ৷