ধিক ধিক ওরে তোকে শতধিক                        কত ডাকি কাছে তবু থাক দূর আকাশে
রক্তে কেন তুই রাঙাস দিকবিদিক ,                      অনাঘ্রাত গন্ধ তব  ভাসে ক্ষীণ বাতাসে
আর রক্তমেখে যারাথাকে নির্ভিক ,
ভূল ক’রে তুই থাকিস কেন সেইদিক ৷                   সেখানেতে যে তোমার প্রাণের গন্ধ ভাসে
ভূল করেও আর এসোনা মোদের মাঝে                 আর দেখি কলঙ্কের সে মিষ্টি হাসি ,
একতার সুর যেথা চিরন্তন হয়ে রাজে।                     ওগো চাঁদ তাই তোমায় ভালবাসি ।
সেখানে সম্প্রীতি করতে গেলে খানখান ,                     দূরে কেন থাক নীরবে ,এসো কাছে
তবে তোমায় বলি দিয়ে হব মহীয়ান ।                     সকলি উজারে দেব প্রাণে যা আছে ।
ওরে ভীতু ,ওরে পাপী,খুনী সবাই                        ………………………………………………
জনতার কাছে তোর আর নাইরে রেহাই ।                      ……………………………………………..