আমি চলে যচ্ছিলাম সবুজ ঘাসের পথ বেয়ে
ভাবনারা সব মনের মাঝে চলছিল ধেয়ে ,
বসন্তের কোকিল ডাকতে পিছে
পথ হারিয়ে খুঁজি নিজেকেই নিজ৷
এবার পথ ধরি সবুজঘন আল বেয়ে
হঠাৎ দেখি পথ আগলে এক সোনালী ধানের মেয়ে,
লাজনত নববধূ দাঁড়িয়ে যেন পথ আগলে ,
কিছুতে ছাড়েনা পথ ,যায়না দূরে  চ’লে ৷
অবশেষে আলুথালু বেশে বুকে রেখে হাত
দাঁড়াতে গিয়ে নধর মাটিতে হয় কুপোকাৎ ,
আলগা ক’রে আমি পায়ের বাঁধন
সংযত ক’রে মোর অপরাধী মন
কাপুরুষের মতো দিলেম নিমেষে ছুট
কারণ আমি বাৎধতে জানিনা ,করি শুধু লুট ৷