কী হবে জেনে হরিণের কালোচোখ কী কথা বলে
আর দিনশেষে পশূ আর পাখিরা ফেরে কেন ঘর
সহরের সবঠাঁই কারা আসে রোজ দলে দলে
আর অযথায় কেন লোক লড়ে সেথা পরস্পর !
সবই জেনেছি জানতে চাইবোনাতো আর
জানতে চাইবোনা ,রাত না হতেই ভোর
ওরা সুখের ঘর জ্বালে ,পথ রোখে বারবার
এভাবে জীবনে আসে কেন রোজ মোচর ৷
কার পথ জানিনা করি তবু রোজ অবরোধ
রাস্তায় রাস্তায় শুধু দেখি রক্তের তোড়
কী হবে জেনে কিশের এই  প্রতিশোধ !
কেনই বা ওরা রোধ করে তাদেরলাভের দোর