না হয় খুলেই দিলে জানালাটা
         উন্মুক্ত ক’রে দিলে হৃদয়ের কপাট
         আসুক না কিছু কাঁচা রোদের ছটা
        ঘুচে যাক জীবনের অাঁধার ঘোলাট ৷
      ধিনরাত অন্ধকারে লুকিয়ে থেকে
      জীবনের সব আশা করেছি লোপাট
     এবারতো সূর্য্যকেই আনবো ডেকে
     কাছে,আর মানবো না কোথাও ঘাট ৷
    তবে শুধু পর্দাটা সরালে হবেনা
     একেবারে খুলে দাও সব ডালা
     অন্ধকারে তবে কলিজা রবেনা
    মুক্ত আকাশে ভাসার আসবে পালা ৷
     এভাবে খুলেইতোহৃদয়ের তালা
    মিটিয়েছি সব ক্ষোভ,বুকের জ্বালা ৷
………………………………………………