আমাদের নীরবতা কি এখনও ভাঙবে না?
মানুষের মানুষ হতে যে মহত্ত্ব সচেতনে লাগে
নীরবতা তার মধ্যে একটি তো নয়!
বিস্তীর্ণ সমুদ্রনীরে ভেসে যাওয়া বন্ধ হোক্,
সন্তরণে, সরবতায় রুখে দাঁড়াই, চলো -


তুমি তো প্রকৃতই আরও অন্ধকার-নৈরাশ্য চাও
ক্রব্যহীন ক্রান্ত এই ভাস্বর প্রদেশের ভূমে
চন্দ্রের অহঙ্কার যত হত্যা করতে চাও কন্ঠরোধে;
বিষবাষ্প ধোঁয়া দিয়ে তুমি শোকশ্রান্ত মালিন্যে
বিধাতার মস্ত হৃদয় পূর্ণ করে দিতে চাও।


আমরা তবু এই গ্রামের প্রত্যেক কুটিরে সযত্নে
তেল ঢেলে জ্বালাব অশোক আলোর প্রদীপ,
তাসেদের ঘর ভেঙে এই হস্তে সুউচ্চ দেবালয়
মুক্তির প্রাঙ্গণ মাঝে গড়ে তুলব। লাল রঙে
স্বপ্নের মতো একদিন শাশ্বত অরুণোদয় হবে।