ঠিক করেছি এবার থেকে কাঁদবো না আর
চোখের তারায় আইলে হাসি বাঁধন দিয়ে বাঁধবো না আর,
ঘাস ও মাটির সুবাস নেবো দৃষ্টিহীনা এই পৃথিবীর
সন্তুষ্টির ঘাস ও মাটি; তোমার শরীর, আমার শরীর।
জাহ্নবীতে স্নাত হবো, ঘামের গন্ধে অশুচিতা
থাকবে না আর; থাকবে না আর ভান-ভণিতা।
হাঁটতে হাঁটতে সেথায় যাবো যেথায় বাতাস
হৃৎপিন্ডে আঘাত হেনে মেটাবে আশ;
প্রাসাদ হবে কাগজ-দৃঢ়, উচ্চ প্রাচীর বিন্দুর ন্যায়
যেথায় সময়
থমকে গেছে মুক্তিতে
লোভ-লালসার চেয়েও বড়ো যুক্তিতে;
তোমায় নিয়ে সেথায় যাবো এক্ষুণি
চলতে চলতে অকস্মাৎ ও তোমায় নিয়ে এক্ষুণি।