-------কলমে-----
(বিশ্বজিৎ মারিক)
হৃদয় মাঝে সুপ্ত মনে
কঠিন লড়াই চালিয়ে
ব্যস্ত থাকে যত মানুষ
জীবন তরণী ভাসিয়ে।
অনেক স্বপ্ন অনেক আশা
শূন্যতায় গভীরে ডুবিছে
দুর্নীতি আর দলাদলির ফাঁদে
প্রতিভা গুমরে কাঁদিছে।
ওরে অবুজ মুক্তি কোথায়?
অধরা অমূল্য রতন,
সারাটা বেলা বৃথাই চেষ্টা
করলে কাকে যতন!
তুচ্ছ সবই বুঝলাম যেদিন
রাত্রি তখন শেষ
গোলক ধাঁধায় অলিক মায়ায়
বৃথাই কর্ম ক্লেশ।
অতীত যখন স্মৃতির পাতায়
স্বপ্ন হয়ে থাকবে,
অলস সময় সুযোগ পেলেই
আসর জমিয়ে বলবে।
আলোর পথের সন্ধান পেতে
দুর্গম পথটাযে খোলাই,
সৃষ্টি সুখের আনন্দ নিতে
করো কঠিন লড়াই।
সাফল্য শুধুই ফুলের গন্ধে
আকাশে বাতাসে ভাসবে
সন্ধ্যা রাতের প্রদীপ হয়ে
তোমারই দুয়ারে জ্বলবে।
তপ্ত বালুচ পায়ের তলায়
জীবন থমকে দেবে
মরীচিকার প্রলোভনে হয়তো তুমি
নেশায় ডুবে যাবে।
চারিপাশের যত শত্রু ধোঁয়া
হানবে চোখে ক্ষত,
কিন্তু তোমায় জ্বলতে হবে
ঐ ধ্রুবতারার মতো।
--------------------*------------------