অসংখ্য জীবন্ত প্রাণ পৃথিবীতে
             নিত্য করছে অবস্থান,
সবাই তারা তাদের মতো
       তাদের নাইকো অভিমান।


আমাদেরও জন্ম সেই মাতৃগর্ভে
               শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ,
এই বিশ্ব প্রকৃতির বুকে
               সৃষ্টি নারী পুরুষ।

একে অপরের মোরা পরিপূরক
              সম্পর্কের ভিন্নতা কত!
মানুষ হবার স্বপ্ন দেখি
              ভাবনায় পার্থক্য যত।

পরস্পর আমরা পার্থক্য কত
             এটা সবাই মানি
প্রাণ নিয়ে প্রাণ বাঁচাই
            টানতে জীবনের ঘানি।

ধরনীর কোলেই বাল্য শৈশব
           জল আলো বাতাসে
বার্ধক্যে হই কৃপার পাত্র
           সান্ত্বনা অন্তীম নিঃশ্বাসে।

রুপ রস ছন্দে ভরা
          মোরা সুন্দরের পূজারী
গুণীর বিচার তখনই করি
        যিনি সম্পদের অধিকারী।

স্বার্থ নিঃস্বার্থ দুটি শব্দ
          ব্যবহার ভালোই চলে,
একটি গোপনে অপরটি প্রকাশ্যে
            বচনেই সর্বদা বলে।

সকল চিন্তা সকল ভাবনা
          মনুষ্য সমাজেই চলে
সুখে দুঃখে জীবন গড়া
          মোদের আপন কর্মফলে।

               ------- বিশ্বজিৎ মারিক

১৮/৮/২০২০ ইং
বহড়ু,জয়নগর।