মৃত্যু ভয়কে হাতিয়ার করে

কলমে----- বিশ্বজিৎ

ছলচাতুরি আর নোংরামিতে
ভরলো সারা দেশটা।
মৃত্যুভয়কে হাতিয়ার করে
চলছে নতুন খেলাটা।।
দোকান বাজার বন্ধ রাখার
আইন চালু করছে।
মৃত্যু ভয়কে হাতিয়ার করে
নতুন খেলা চলছে।।
জিনিস পত্রের দাম বাড়িয়ে
গরিবকে ভাতে মেরেছে।
দুচার পয়সা ভিক্ষা দিয়ে
মানুষকে ভিখারী বানিয়েছে।।
শিশুর হাতে দামী মোবাইল
ওরা এখন অনলাইন।
লোভের সীমা বাড়িয়ে দিয়ে
খুলছে নানান প্রোফাইল।।
চেতনার ঘরে তালা ঝুলিয়ে
জগৎটাকে মুঠোয় পুরে।
এক লহমায় আসছে ঘুরে
স্বর্গ-মর্ত-পাতাল ফুঁড়ে।।
দেশটা যাকনা রসাতলে
দেনার দায়ে জাঁতার তলে।
লুটেপুটে খাচ্ছে সবাই
কাট-মানির স্বাদ ঝোলে-অম্বলে।।
বাহিরে আমরা ভিন্ন রঙ
উদ্দেশ্য খুঁজলে আপনজন।
পরিস্থিতি অনুযায়ী ভোল পাল্টে
জনসমক্ষে নাসিকা গর্জন।।
সংবাদপত্র আর টিভির নিউজে
অসুস্থতার রেকর্ড ভরে।
স্রোতের টানে মনুষ্য চিন্তা  
নিয়মে করে বন্দী ঘরে।।
জীবন মরণ যন্ত্রণা আজ
নামী সেলিব্রিটির আত্মত্যাগে।
ফলাও করে প্রচার হলে
আমরা ভুগী মানসিক রোগে।।
এই নাটকটাই চালিয়ে যেতে
নাহয় কিছু খরচ হলো।
সর্দি জ্বরে কাবু হলেই
ফ্রী খরচায় অ্যাম্বুলেন্সে চলো।।
    
* * * * * * * * * * *