কালোবাজারীর কার্য সিদ্ধি
নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি।

গরীব চাষীর মাথায় হাত
নুন আনতে শেষ পান্তাভাত।

নেতার হাতে আইন কানুন
নেপোয় ছাড়ে কড়া ভাষণ।

আমরা যারা জনসাধারণ
জীবন চালাতে প্রাণান্তকরণ!

যত দুর্নীতি আর ধান্দাবাজ
বুক ফুলিয়ে করছে কুকাজ!

অসাধু ব্যবসায়ীর মুনাফার লোভ
আম জনতার বাড়ছে ক্ষোভ।

আর কতকাল এমন ভাবে
বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস নেবে।

ভণ্ড নেতার মিষ্টি সম্ভাষণে
দুর্নীতির স্বীকার যুবক মনে।

বেরিয়ে এসো খোলোস ছেড়ে
সঠিক আলোর পথটি ধরে।

মূল্য বৃদ্ধি রুখতে হলে -
দাও দূর্নীতির ফাঁসটি খুলে।

অসাধুদের দাও মুখোশ খুলে
হয় শিরচ্ছেদ নয়তো জেলে।

*************
06/11/2020
বহড়ু,জয়নগর