নীরবে মুখোমুখি
_________

বিশ্বরুপ (বিশ্বজিৎ মারিক)


কী করুন সময়ের মুখোমুখি
অসহায় শিশু ঘুমায়
মায়ের কোলে আঁচলে জড়ায়ে
লেগেছে ছোঁয়া করোনায়।

রাত্রি জাগরণে ভোরের আলোর
প্রতিক্ষায় প্রহর গোনে
অজানা আতঙ্ক চেপে ধরে
চমকে ওঠে ক্রন্দনে।

আমি তো আছি বাছা
মায়ের অভয় সান্ত্বনা
তোমার কিছুই হতে পারেনা
শঙ্কিত হবেই করোনা।

লড়াই চলছে মনের সঙ্গে
একাকীত্বে নিঃশব্দ সঙ্গোপনে
সবাই সজাগ অতি  সন্তর্পণে  
এই মহাশূন্যে জনারণ্যে।

=_=_=_=_=_=_=_=_=
26/ 06//2020
বহড়ু