সুস্থ থাকতে চাইছি আমরা
সেই পরিবেশ কই?
চারিদিকে শুধু অপশাসন
নেপোয় মারে দই!


মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া
অর্থের যোগান কই!
মানসিক চাপ বাড়ছে শুধুই
শূন্যতায় জেগে রই।


অদৃশ্য হাত ধরছে টুঁটি
আশার আলো কই?
লুটের বাতাসা কুড়াতেই দেখি
ব্যস্ত থাকি সবাই!


আসল সমস্যা অথৈ জলে
ভাবনা কারুর নাই,
এখনও যে বেঁচে আছি  
ভীষণ সান্তনা এটাই!


দিনের আলোয় দেখছো কত,
রং বেরঙের ছবি,
গভীর রাতের ঐ অন্ধকারে
অদৃশ্য হবে সবই!


আশার আলোর প্রদীপ জ্বালাতে
শিক্ষা স্বাস্থ্য কই?
ন্যায় প্রতিষ্ঠায় দুর্নীতি দমনে
হৃদয়ের আগুনই চাই।


#############
বহরু জয়নগর দক্ষিণ ২৪ পরগনা।
রচনাকালঃ ২২/০২/২০২৩ (ইং)