অনেক কাজ
          মধ্যে আজ,
একটা ভুল
         ফুটছে হূল।

রাত্রি দিন
       কর ঋণ,
দৈনতা আসে
      ভয়াল বেশে।

মিথ্যা ভাষণ
       নেতার শাসন,
গরীব তোষণ
      জাঁতার পেষণ।

গড়ছে দেওয়াল
      ধনীর খেয়াল,
হিসাব কষে
      এক নিমেষে।

বাজেটের ফল
          ধনীর বল,
মধ্যবিত্তের হাল
         ছেঁড়া জাল।
------------

15/11/2019
বহড়ু,দক্ষিণ 24 পরগনা জয়নগর