পারছি না তাই!


পারছি না তাই নিভছে আলো,
আসছে ধেয়ে আঁধার কালো।
স্বপ্ন আাশায় গচ্ছিত সুখ,
লুকায় এখন নিজের ও মুখ।


এখন জীবন! এমন কাটে,
সুখের স্বর্গ অস্ত পাটে।
কি চেয়েছি!
পাই বা না পাই,
সবাই বলছে পারছি না তাই।


গভীর হৃদয় মগ্ন হেলায়,
একলা একা স্বপ্ন বিলায়।
এর পরে সব ধুলো ধোঁয়ায়,
স্বপ্ন ডোবে সকল চাওয়ায়।


কত চাওয়া স্বপ্ন সবি!
পারছি না তাই হচ্ছি কবি।
কি লিখি আর ভাবি কি যে,
আঁধার -আলোয় নিভছি নিজে।


জীবন এমন! স্মৃতির স্মরণ,
বক্ষ জুড়ে রক্তক্ষরণ।
মিথ্য, কপট, ভদ্র মানুষ।
কিসের জন্য সবাই বেঁহুশ?
ভাবছি যে তাই, ভাবছি যে তাই।
সবাই বলছে,
পারছি না তাই, পারছি না তাই।


ব্যর্থ এ যুগ, ব্যর্থ ও যুগ।
মানুষ খুঁজে নিজেই বুঝুক।
কোথায় মানুষ?
আঁধার গলি।
স্বপ্নগুলো লুকিয়ে চলি।
তারপরে সব ভন্ড চাওয়া।
চাইলেতো আর যায় না পাওয়া।


কোথায় আলো?
আঁধার যেথায়।
ভাবছি যে তাই, ভাবছি যে তাই।
তরপরেও বলছো তুমি,
পারছি না তাই, পারছি না তাই!