জীবন গীতা


জীবন পথে চলতে গিয়ে
           অনেক কেছু পাবে।
হারিয়ে গিয়ে অনেক কিছু
                   তবু শুধু দেবে।
বিশ্বাস নিয়ে ছিনিমিনি
          করছো কেনো খেলা।
তোমার সাথে হবে যেদিন
          বুঝবে সেদিন জালা।
করুনা নিয়ে পথ চলো
                পাবেই তবে সুখ।
অহঙ্কারে পথ চললে
               পাবেই শুধু দুঃখ ।
ছোটো বড়ো কেন ভাবো
           সবাই সমান সমান।
পভু বানিয়েছে তোমায় আমায়
             রাখো সবার মান।
তুমি পারলে আমিয়ো পারি
             এটাই মনে রেখো।
কতো রয়েছে দৃষ্টান্ত
       ইতিহাস খুলে দেখো।
উত্তম হবার চেষ্টা করো
                  শেষ্ট হতে নয়।
 উত্তম হলে শেষ্ট হবেই
                 পাবে শুধু জয়।
সত্যি বলে কাঁদিয়ে দিয়ো
              মিথ্যে বলে নয়।
ভালোবাসা পেতে হলে
          ভালোবাসতে হয়।