পরম সত্য


রাতের পরে দিন আসে
    দিনের পরে রাত।
এমনি করে যাচ্ছে যে দিন
 ফিরছে না আর সাত।


সময় চলেছে নদীর মতো
  বয়স হচ্ছে বেশি।
প্রকৃতির নিয়ম এ যে
 সবাই যেতে আসি।


তুমি আমি,আমি তুমি
   সবাই হবো পর।
শেষের দিনে যেতে হবে
   এটাই মনে কর।


থাকবে মোদের সোনার গৃহ
  সবাই যাবে ভুলে।
জীবনের এই পরম জ্ঞান
   কররে বাহু তুলে ।


হিংসা- বিদেবশ মারা-মারি
   করছ কেন মিছে।
পেয়েছো সাধের মানবজীবন
থাকরে পরম সত্যের পিছে।