একরাশ অভিমান
বিশ্বজিৎ দাস (ময়ূর)


তোমার সাথে আমার
আবার দেখা হোক,
কোনো এক বর্ষশেষের বিকাল বেলা।
তবে এবার আর তাড়াতাড়ি চলে যেও না!
থেকে যেও কিছুক্ষণ!
শুনে যেও আমার বিষাদের কথা।


প্রতিবার তুমি ব্যস্ততায়
নিয়ে গেছো একরাশ অভিমান।
অভিমান নিয়ে কি কখনও ভালোবাসা যায়?
এবার বরং তুমি কিছুক্ষণ থেকে যেও।


তুমি তো ভালোবাসো কবিতা!
এবার বরং তোমাকে একটা কবিতার বই দেবো।
আমার প্রতি অভিমান জন্মালে,
আমার সেই কবিতার বই পোড়ো,
সব অভিমান কেটে যাবে।
তবে এবার এসে কিছুক্ষণ থেকে যেও।


বলো এবার এসে কিছুক্ষণ থাকবে তো তুমি?
আদৌ আসবে তো তুমি?
আমার সাথে দেখা করতে
বর্ষশেষের বিকাল বেলা?