যে ফুল দলিছ পায়ে,ভাবিয়াছ কভু,
সত্য সে কি পায়ে দলিবার ?
দিন কি রাতের সে ফুল ? পাইয়াছে
সুযোগ সে কি গন্ধ দানিবার ?


আপনারে বিতরিতে এ জগতসভায়
আসিয়াছে শাখাখানি ভরি,
চিনিয়াছ তারে কভু?  জানিয়াছ
অবহেলেও,কী বা তার জুড়ি ?


যে ফুল হইয়া ওঠে পূজা-উপাচার,
ভাবিয়াছ কত যতনে লালন তাহার ?
কত না মমতার পরম পরশে
পাইয়াছে তার সৌন্দর্য্য বাহার !


প্রস্ফুটিতে নারি যারে একটু না হয়
ফুটিতে দিলেম তারে,কী বা তায় হয় ?
একদিন হাসিবে সে প্রোজ্জ্বল শাখে,
সে সুখ তোমারও জেনো নিশ্চয় !


যে ফুল অর্ঘ্য আজি মহান আশয় সে।
ফুল নাহিক আর, সে দেবতুল্য !
আপনারে বঞ্চিত করি' দানিল সুযোগ যে,
বিন্দুও নাই কি সে ত্যাগের মূল্য ?


             _______