প্রায়শই পাল্টে যাচ্ছে অভিমুখ ।
দ্রুতগামী চিন্তার মন্থর অস্থিরতা
কাঁপিয়ে তুলছে সানুদেশ ।
মরা নদীতে বান ডাকুক,চায়
প্রবল তৃষ্ণা ।
আর বাতাসের কলকল ধ্বনি
জমিয়েই চলেছে প্রশ্নের ভীড় ।


অপূর্ব এক ঠাণ্ডা লড়াই
মগজে মগজে ।
পথের নুড়িগুলোও শুধুই
মুক্তো হতে চায়,
জানিনা ঝিনুকের করেছে কি
তারা কোনও দিন !!
পেতে পারে হয়ত কোনও বহিযাচিত কৃপা ।


শুধুই একার - না কি সবার ?
এই শুধু অস্থিরতা ।


তোমরা কি নদী হতে পারো ?
আমি তবে বাতাস হয়ে
স্রোত শুধু একমুখী চালাতে পারি ।।
        _______