বিদায়ের কালে!
বিশ্বনাথ রায় বিজয়
-----------------------------
সকাল ছেড়ে এসেছি অনেক আগে
দুপূর গড়িয়ে বিকেলের আগমন!


খেলা ঘর জমেছে কিছুটা
কুড়িয়েছি কিছু আপনজন।


ডাক পড়েছে প্রবীণত্বে
ঘর বাধায় উঠে পরেছে মন,


ঘর বাধিগো, বাসর সাজি
সাজানো গোছালো কিছু ক্ষণ।


বাড়িলো হাত, বাড়িলো পাত
বাড়িলো এবার জনে জন,


জুড়ি হলো আজ
জোড়া হাতের, জোড়া বাঁধন।


বাড়িলো জঞ্জাল!
গোধুলী লগন!


একটা সূর্য , অস্ত যাবার নিমন্ত্রণ
বিদায় এবার! বিদায় আপনজন।