——–কাঁদার জন্য আসিনি——–


                                       ——– বিশ্বনাথ রায় (বিজয়)


কাঁদার জন্য অাসিনি
এভাবে কাঁদবো কেনো?
কি নেই তোমার? কি নেই অামার?
হাত-পা, চোখ-মুখ?
সবই তো অাছে।
তবে, কাঁদো কেনো?
কেঁদে কি লাভ!
যদি না হয় তার অবসান।
তবে কাঁদবে কেনো?
কাঁদার জন্য তো অাসনি!
কাঁদার জন্য তো অাসিনি।
এক জোড়া হাত, কি করার?
শুধুই কি অশ্রু মোছার।


এভাবে কাঁদবে কেনো
কি নেই তোমার……
দাসত্বের শিকল পায়ে
এভাবে কাঁদবে কেনো?
হে তরুণ, হে নবীন
অাজ রুখে দাড়াও।
মুষ্টি বদ্ধ করো দু’হাত
ভেঙ্গে দাও কৃষাণের চোষা
রক্তে গড়া প্রাচীর-
রুখে দাড়াও রুখে দাড়াও।।