চেনা-অচেনা সব স্বপ্নেরা দিশেহারা,
স্থির-অস্থির যত চেতনার বিবরে,
তবু অচেনা অবয়ব আজ ঝাপসা কুয়াশায়,
নীলেরা সত্ত্বাকে আঁকড়ে ধরে।
আজও খুঁজে ফিরি আমি ধ্রুবতারা,
আজও এঁকে চলি সেই দেশ;
সেই দেশ, যার স্বপ্ন ভেঙ্গেছো তুমি,
ফ্লয়েডীয় ইচ্ছে যেখানে থাকবে অবশেষ।
ঘুম আসে না এ দোটানায় -
আজ জানি না - কেন এ ক্রন্দন উদাসী;
কনীনিকা দুটো কাঁদছে স্মৃতির অম্লে,
তবু গালে টোল ফেলে হাসি।
খুন হয়ে গেছি আমি কাল রাত্রেই -
সংজ্ঞাহীন কেবল এই দেহটাই অবশেষ,
আর প্রেম রয়েছে পরে; যেন পোড়া সিগারেট,
শুধু তোর স্পর্শেরই আবেশ।
সব অপ্রিয় সত্যের নেপথ্যে,
আজ শেষ চুম্বন যদি উদাহরণ হয় ক্ষমার,
বিষাদ-বুকে নিয়ে চাপা জগদ্দল,
মুক্তি পাবে আজ জারিত হৃৎপিন্ড আমার।
(জানি) আসবে আরও অনেক বড়দিনের ছুটি,
নিয়ে আসবে তীক্ষ্ণ তীব্র বিস্মৃত অনুভূতি;
আসবে আরও অনেকগুলো একত্রিশ -
সঙ্গে নিয়ে হৃদয়বত্তার ইতি।
আজ ক্লান্ত আমি, ব্যর্থ আমি, তবু -
হাসছে আমার অদৃষ্ট আর ধূসর অম্বর;
কেউ দেখেনি, কবরের ধারে কাঁদছি আমি,
আজ একত্রিশে ডিসেম্বর।