আজও তার অধরে ভাঙ্গা হাসি ঝরে,
বন্দী-ইচ্ছে মাথা কুটে মরে,
উদাসীন সে - অবুঝ আয়না;
বোবা হয়ে আছে, চুপ!


যুক্তি পুড়িয়ে কানে আসে কথা,
রাত জাগা চোখে কান্না অযথা,
দোয়াতের নীচে দিশেহারা রঙ-
অচেনা অন্ধকূপ।


উবে যাওয়া স্মৃতি হোক না ধারালো,
কে জানে কখন কে কাকে হারালো,
একা নিরালায় মরচে জমায়
আমার স্মৃতির স্তূপ।


তরল আগুনে চোখ পোড়ে, তার
ব্যস্ত জীবনে আমি নেই আর,
(আমার) শেষ বিকেলের শেষ ঠিকানা-
শ্মশান, কবর, যূপ।