আজ ভীষণ কাঁদতে ইচ্ছা করছে ;
চোখের দু পাতা ভিজে আসছে !
মনে হচ্ছে কোথায় আমি হারিয়ে যাচ্ছি;
অনেক দূর, অনেক দূর, সেই অচীন পুর;
সেই রামধনুর দেশ !
যেখানে শুধু ভালোবাসাবাসি অহঃরহ !
না, নেই কোন বিরহ ।
সেখানে চোখের জল ;
শধু আনন্দের ফসল !
আজ আমার বড় আনন্দ , বড় সুখ !
মনের কোনে আজ নেই কোথায় -
একচিলতে অসুখ ।
তাই এ কান্না বড় আনন্দের;
বড় আবেগের ।
বড় সামান্য আমি, অতি নগন্য ;
তবুও যা পেলেম আমি, আমি ধন্য ।
ধন্য আমি তোমায় পেয়ে ;
ধন্য সেই সবুজ ভালোবাসা পেয়ে ।
আজ আমি ত্রিলোকের সবচেয়ে ধনী ;
কুবেরেরও এত সম্পদ নেই !
যা পেয়েছি আমি তোমার কাছে;
সবুজ ভালোবাসা সেই !
এ যে ভালোবাসার ঋন ।
শোধ নয় , আমি পেতে চাই-
দিতে চাই ;বেহিসেবী হতে চাই ;
তোমাতেই হতে চাই লীন ।
শেষের সে দিন ।।