কোজাগরীর চাঁদ টা মরে গেলে ,
বুকে ছলনার পাথর নিয়ে ,
আজো ঘুমিয়ে থাকে অহল্যা ।
কত যুগ থেকে সে উদ্ধারের অপেক্ষায় হায় !
কোন দিন বোঝেনি তার প্রাণের গৌতম ।
ছদ্মবেশে জেগে থাকা শয়তান ,
কিভাবে নিয়েছিল অহল্যার সম্মান !
আজো শহরে নগরে গ্রামে ,
অহল্যারা হয় শিকার !
ইন্দ্রের লোভ-লালসার !
গৌতম তুমি আজ ও আঙুল তুলবে !
অভিশাপ দেবে ?
ছিঁড়ে ক্ষয়ে যাওয়া পাষাণ অহল্যায় !
হায় ! আজ ও অহল্যা মুখবুজে -
মেনে নেবে ইন্দ্রের অত্যাচার ,
গৌতমের অবিচার !
রামচন্দ্র আজ ইতিহাস!
কে করবে উদ্ধার ?
সে ও যে দিয়েছে জানকীরে ,
অবমাননার অন্ধকার ।
জাগো অহল্যা জাগো ,
নিজেই জাগো , কালঘুম হতে !
ছুঁড়ে ফেলে দাও ,
জমিয়ে রাখা বুকের মাঝে ,
শতযুগের অসম্মানের কালো পাথর ।
উচ্চকন্ঠে বল আমি নারি , আমিই পারি ,
ভেঙে দিতে অমাবস্যার পাহাড় ,
আমি পারি ঘোচাতে তিমির ,
আনিতে নতুন ভোর ।।