ওরাও মানুষ ।
হ্যাঁ ; ওরাও মানুষ ।
হয়ত ওরা কখন গোলাপ ছুঁতে পারেনি!
ওদের জীবনে শুধুই আগুন পোকার বাস ।
আর খোলা আকাশের নীচে ;
ওদের জীবনের কারাবাস !
হয়ত ওরা প্রজাপতি হতে পারেনি ;
পারেনি ধরতে কোন জল ফড়িং !
ওদের জীবনে আসেনি কোন বসন্তের দিন ।
একটুকরো রুটিই ওদের জীবনে-
বেঁচে থাকার বীণ ।
ভোরের কোকিলের ডাক !
ঝরে পড়া শিউলির অনুরাগ !
বৃষ্টির টুপটাপ !
না এসব কিছুই ওদের আনমনা করেনি কখনো !
শুধু পেটের ভীতর থাকা আগুনের গোলাটা;
যখন পুড়িয়ে দেয় শরীর!
কুঁকড়ে দেয় দেহের গহন !
তখন ই ওরা শুনতে পায়;
নয়নের গভীর হতে বেরিয়ে আসা-
নোনতা জলের গান !
জোনাকিদের সাথে ,রাতে;
তবুও করে সাহস সঞ্চয়,
আগামীতে যদি আসে -
গরম ভাতের ঘ্রাণ !
না ; ওরা কখন স্বপ্ন দেখে না!
হয়ত স্বপ্ন দেখতে নেই বলে !
পাকস্থলিই ওদের স্বপ্ন;
এক মুঠো বেঁচে থাকার ছলে !
তবুও ওরা মানুষ ।
ওদের ও আছে বাঁচার অধিকার ।
জল হাওয়া মাটি,
সব পাওয়ার;
সব কিছু পাওয়ার অধিকার ।।