যাদের জীবনে রবিবার আসে না (০৩)
মায়ের রবিবার :
রবি বার সত্যই একটু অন্যরকম দিন !
না, আজ মায়ের কোন ছুটি নেই ;
বরং সকলের আবদার মেটানোর দিন ।
অন্যদিনের কাজের থেকেও আজ বেশি---
সকাল থেকেই নানা ফাইফরমাস ।
কেমন ভাবে যে কেটে যায় ;
মিটিয়ে সবার আশ !
সকালে ঘুম থেকে উঠেই ;
মাথায় প্রাত আহারের ভার !
সবার আজ ছুটি, শুধু মায়ের -
আজ কাজের পাহাড় !
বাজার ফেরত বাবার গলায়;
স্পেশাল মেনুর হুকুম !
আজকে ছুটির দিন ;
আজ জমিয়ে খাওয়া ধুম !
সবারই কিছু আলাদা আবদার;
কতরকম রান্নার ভার !
হাসি মুখেই মিটিয়েছেন মা ;
রবিবারের ইচ্ছে সবার !
মায়ের যে কি ইচ্ছা ;
জানা হয়নি কক্ষনো !
আমরা সবাই থাকি মত্ত ভীষণ ;
মায়ের কাছে রবিবার টা-
কাজের পাহাড় জেনো !
আপিস স্কুলের জামা কাপড় ;
আজ যে কাচার দিন !
সারা সপ্তাহের নোংরা ময়লা,
আজকে বিদায়ের দিন !
একা হাতে দশভূজা ;
কতরকম কাজের সাজা ;
মায়ের রবিবার !
আমরা থাকি আনন্দে মেতে;
শুধু মা চলে দায়িত্ব মিটিয়ে-
মায়ের সংসার !
বিশ্রাম বলে কোন শব্দ নেই-
মায়ের অভিধানে!
ভগ্ন শরীরেও সংসার ঠেলে;
যেমন প্রতিদিনে !
রবিবার টা মায়ের জীবনে ;
আসেনি কখনো !
সব দিন একই দিন;
শুধু রবিবারটা কাজের পাহাড় জেনো !
রবিবারটা তারপরেও মা হাসি মুখেই থাকে ।
সবাই থাকে কাছে;
সবাইকে ভালো রেখে ; দেখি আনন্দিত মা কে ।।
০১ ০৫ ২০১৬