সেই দিন মেহগনির ছায়া তলে ,
আমি ,সাগর আর আমার কবিতা;
একসাথে মুখো মুখি অনেকক্ষণ !
বৈশাখের প্রখর রৌদ্র তখন !
উত্তপ্ত করেছে চরাচর ;
আমরাও হয়েছি উষ্ণ অজানা উষ্ণতায় !
ফাঁকা অ্যালবামে তখন কেউ নেই,
শুধু আমরা সবুজ ঘাসের গালিচায় !
পাখ পাখালি উড়ছে না আকাশে ;
ভীষণ তেজে ওরাও নিয়েছে আশ্রয় !
শুধু সময় অপেক্ষার ;
সন্ধ্যা কখন হয় !
কলা গাছের পাতার ছায়ায় দুটো কাক -
শুঁকে চলেছে ছায়ার গন্ধ !
চারি দিক আজ উত্তপ্ত;
শুধু আমাদের আজ আনন্দ !
দুটি প্রাণ মুখো মুখি ;
মেহগনি ছায়ায় মেতেছে কবিতায় !
মেতেছে অজানা ভালোবাসায় !
দখিনা বাতাসে ছুঁয়ে যায় ;
ছুঁয়ে যায় দুটি কায় !
সেই দিন মেহগনি অনেক টা শান্তি দিয়েছিল;
শান্তি দিয়েছিল তার ভালোবাসার ছায়ায় !
তার ছায়ায় আমরা পেয়েছিলাম প্রাণ ।
প্রখর বৈশাখে হয়ে ছিল শুভোদৃষ্টি ;
এসেছিল আদুরে আস্কারার আহ্বান ।।