সন্ধ্যার গুঁড়ো হাওয়ায় ;
ভাগিরথী তখন উচ্ছল,
অনেক শ্রান্তি বুকে -
আমি তখন তার অপেক্ষায় !
মুঠোফোনে বারে বারে-
ফিরে যাই ;
যদি সে হয় অন লাইন;
ফিরে আসি , কিছুটা বিষাদ মেখে;
হয়ত সে ব্যস্ত তার দুনিয়ায় !
দূরে দুটো শিয়াল;
জলে ভেসে আসা শব-
ভাগ করে সারছে ভোজ !
ওদের কাছে আমি আগন্তুক;
কি আছে নিয়ে আমার খোঁজ !
কুছ পরোয়া নাই!
আমিও আছি আমার মত;
অন্ধকার বুকে মেখে-
বুকে অপেক্ষার আশনাই !
শেষ স্টিমার টা ঢেউ তুলে;
হারিয়ে যায় দূরে !
তার নিভু নিভু আলোয়;
দেখি আমার আমি কে ;
ভুলে যাওয়া ভাটিয়ালি সুরে !
গাছের ডালে হুতুমের নজর;
গেলো বুঝি মুষিকের প্রাণ !
অন্ধকার টা আরো গাঢ় হয়ে আসে;
দূরে ভাসে , জ্বলে নেভে-
মানুষের গান !
আমি ডুবে যাই ;
মানুষ থেকে , না-মানুষের দেশে !
তুমি আছো অনেক দূরে;
বুকে ব্যাথা আমায় ভালোবেসে !!