ছেলেটা পাশের বাড়ি থাকতো ;
গত পরশু বিকেলেও দেখেছি,
সন্ধ্যায় সব শেষ !
মর্মান্তিক অবশেষ !
শান্ত স্বভাবের নির্বিবাদী কৌশিক;
পড়তে এসেছিল গ্রাম থেকে ডায়মন্ড হারবার ।
চোখে ছিল স্বপ্ন অনেক বড় হওয়ার ।
নিম্ন বিত্ত পরিবারের এক রত্তি ছেলে;
চেয়েছিল নেভাতে তাদের পেটের আগুন ,
না ; পারেনি---
ওর স্বপ্ন দেখা চোখে এখন এক রাশ অন্ধকার !
লাশ কাটা ঘরে ওর বুকের পাঁজর কেটে-
বের করা হচ্ছে দলাপাকানো স্বপ্নের আর্তনাদ;
"আমি চোর নই"
কিছু কাঁচা মাংশ ভোজি নরাধম জানোয়ার !
করেছে শিকার !
ওরা মানুষ নয় জাতীর কুলাঙ্গার !
দিয়েছে অপবাদ ও নাকি মহিষ চুরি করেছে;
সেই দোহাড়া চেহারার কৌশিক,
না; কেউ শোনে নি তার আর্ত চিৎকার !
ঘিরে ধরে ওরা কেড়ে নিয়েছে ওর প্রাণ !
শুধু সন্দেহে;
সারা শরীর জুড়ে চালিয়েছে মধ্যযুগিয় তান্ডব;
মায়ের জন্য বলী প্রদত্ত মোষ ,
বলী হল মায়ের নিরপরাধ সন্তান !
মায়ের নামে সেবক ছেলেরা কেড়ে নিল ;
একটা তরতাজা প্রাণ !
এ আমরা কোথায় চলেছি ?
লজ্জা দেয় আধুনিকতা !
ধর্মের ধ্বজা ধারী নরপশুর দল ;
আজো ওদের রক্ত পাঁজরে মধ্য যুগিয় বর্বরতা !
প্রশাসন ; সে তো ধৃতরাষ্ট্র---
সে কি করতে পারে?
দুর্যোধনদের বিচার !
সময় থমকে থাকে ;
সন্তান হারা মায়েদের চোখের জল---
সেই কবেকার !
মধ্যযুগিয় বর্বরতা করে চলেছে-
আজও নৃশংস শিকার !!