পাগলি শুধু তুই ছিলি বলে ;
আমার হাতে এক মুঠো জীবন ।
আজ আর মরীচিকারা আসে না ;
আসে না বিষাদি স্বপনের ক্ষণ !
আজ আমি আবার হাসতে পারি ;
পাগলি ঠিক তোর মতন !
তুই ছিলি বলেই ;
ফুটেছে শেষ বিকেলে ভোরের ফুল !
আর এক বার বসন্ত এসেছে ;
প্রেমেতে কেমন হয়েছি আকুল !
তোর হাত ধরেই নতুন পৃথিবী ;
আমার দ্বারে ; নয়তো ভুল !
পাগলি তোর জন্যই পাগল আমি ;
কলমে এনেছি বাঁচার গান !
তোর জন্যই প্রতিবাদী আমি ;
কালো অক্ষরে আগুনের ঘ্রান !
এক পৃথিবী লিখবো শুধু ;
তোর জন্যই আমার প্রাণ ।।