বড় ভালো বেসেছিলাম আকাশ তোকে ;
না কখন বলতে পারি নি---
আসলে প্রতিবারই কিছু একটা বাধা,
আমায় আটকেছে বারবার !
ভেবেছিলাম তুই হয়ত বুঝবি ;
হয়ত ভেঙে ফেলবি সময়ের পাহাড় !
অনেক টা জীবন পার্থক্য থেকে গেছে ভাবনার;
তবু কবিতায় হাতড়েছি উত্তর খোঁজার !
তোর বিয়ের কার্ড টা জ্বল জ্বল করছে টেবিলে ;
আমার হৃদয়ে জ্বলছে শৃঙ্গার !
আসলে কিছুতেই বোঝাতে পারি নি ;
সবুজের সে বিভীষিকা !
তোর বিকেলে বারে বারে ধাক্কা খেয়েছে সকাল ;
উত্তরের খাতায় শুধুই শূণ্যের দেখা !
আমিও আজ অন্যের বারান্দায় ;
বুকের ভীতর জ্বলন্ত সেই ক্ষত !
চিৎকার করে বলতে চাইছে হৃদয়;
আকাশ আমি তোকে ভালোবেসে ছিলাম---
তুই ছিলি ঠিক, আমার মনের মত ।
না ; পারি না---
কন্ঠ টা অবরুদ্ধ হয়ে আসে ;
আঁখির কিনারায় জমা হয়, বিরহি বসন্ত !!