এক বুক প্রতীক্ষার উষ্ণতা শুধু তোমায় ঘিরে !
কবে তুমি আসবে , ভালোবাসবে;
শীতল হবে বক্ষ মম, সে দখিনা ঝড়ে ।
এসো শ্রাবণ ধারা হয়ে ;
মরু বুকে দেহ প্রাণ ।
উষ্ণতা অনেক সহেছি ;
দাও গো এবার সোঁদা মাটির ঘ্রাণ ।
না হয় এসো স্রোতস্রীনি হয়ে ;
আছড়ে পড় বক্ষ মাঝে ।
মোহনায় আজ মিলন আসুক ;
আসুক মিলন সকাল সাঁঝে ।
ভাবছো এসব কথার কথা ;
শুধুই তা কাব্যময় !
কবি তো শুধু কবিতা লেখে;
আসলে কি তা এমন হয় !
কি করে বলি এ শুধু কবিতা নয় ;
এ যে আমার অস্ফুট বেদনা !
একটা আস্ত সাহারা বুকে সহেছি ;
কাঁটায় বিদীর্ণ মোর আঙিনা !
শুধু তোমার প্রতীক্ষায় , বালি ময় প্রাণ ;
ঢেকেছে শরীর হুতাশন ঘ্রান !
তোমার প্রতীক্ষায় স্তব্ধ হৃদয় ;
গায়নি আর ভোরাইয়ের গান !!