ইতিহাস তার বলিরেখায় এঁকেছে ;
সংগ্রামী যাপন কথা !
চোখে আজও আগুন দৃষ্টি ,
পৃথিবীর বুকে খুঁজে চলেছে ;
এক চিলতে নিশ্চয়তা !
সেই কবে মনে পড়ে না ;
শুরু হয়েছিল জীবনের পথ !
প্রতিটা বাঁকে খুবলে খেয়েছে সময় ;
রেখে গেছে পাথর ভাঙা জীবনের ক্ষত !
দেখেছে বদলে যাওয়া পৃথিবীর ব্যাথা ।
রূপকথারা কবেই হারিয়ে গেছে ,
বাঁধন আঁটা পাকস্থলীতে রয়ে গেছে ;
না-মানুষের ইতিকথা !
দেখেছে জীবনের ওঠাপড়ার গাঁথা ।
সময় কিভাবে পেরিয়েছে নদী ,
ক্ষয়ে গেছে একসাথে বেড়ে ওঠা জীবন ,
মুখ মন্ডলে রয়ে গেছে সংগ্রাম ;
না-মানুষের নকসিকাঁথা !!