একদিন হারিয়ে যাবো ;
অনেক দূরে , কোন পাথর ভাঙা গাঁয় !
কেউ চিনবে না সেথা আমায় ।
কোন তীর্যক প্রশ্ন ,
কোন সমবেদনা ;
রক্তাত্ত করবে না আমায় !
কবিতারাও এক দিন পাখা মেলে উড়ে যাবে ;
হয়ত অন্য কোথায় !
আর আসবো না ফিরে তোমার বারান্দায় !
একদিন হারিয়ে যাব ;
সত্যই একদিন হারিয়ে যাব ;
যদি ফিরিয়ে দেয় জীবন আমায় !
না , আর কোন রামধনু নয় ;
শুধু নক্ষত্র পানে খুঁজে বেড়াবো ;
আমার শেষ ঠিকানা !
আগুনের মত সে নিশানা !
হয়ত ইতিহাস ঘেঁটে খুঁজে নেবো-
একটা সভ্যতা ;
আমি তো সভ্য হতে পারি নি ;
তাই দূরে , বহু দূরে কোন আদিম-
পাথর ভাঙা গ্রাম !
আমি ভেঙে চলব, গেয়ে চলব ;
আমার জীবন ভাঙার গান !!