গনতন্ত্র জেগে ওঠে চায়ের কাপে ;
গনতন্ত্র জেগে ওঠে বটের তলায় !
গনতন্ত্র ঘুমিয়ে থাকে সারাবছর ;
গনতন্ত্র জেগে ওঠে ভোটের সময় !
নাক ডেকেছে গনতন্ত্র উৎকোচের সময়;
কালো কালো অন্ধকারে ভীষণ যে ভয় !
গনতন্ত্র ঘুমিয়ে থাকে নির্যাতনে ;
গনতন্ত্রের ঘুম ভাঙে না পেটের জ্বালায় !
গনতন্ত্র জেগে ওঠে চায়ের কাপে ;
গনতন্ত্র জেগে ওঠে কাফেটারিয়ায় !
গনতন্ত্রের ভীষণ ঘুমে পুকুর চুরি ;
আচ্ছন্ন গনতন্ত্রে কেলেঙ্কারি !
তুমি আমি প্রতিবন্ধি গনতন্ত্রে ;
গনতন্ত্র শুধু মোদের বৈঠক খানায় !
গনতন্ত্র জেগে ওঠে চায়ের কাপে ;
গনতন্ত্র জেগে ওঠে ভোটের সময় !!