ছেলে আমার ভীষণ ভালো ,
মাতৃ অন্ত প্রাণ ।
সইতে পারে না সে যে ,
মায়ের অপমান ।
ছেলে আমার ভীষণ ভালো ,
পণ সে নেবে না ।
শিক্ষিত দরদী মন যে ,
পণ কে করে ঘৃণা ।
ছেলে আমার বড়বাবু ,
আপিসে করে কাজ ।
সেলামী বাবদ হাজার বিশেক ,
রোজগার তার আজ ।
মেয়ে আপনার রাজরানী হবে,
আমার ঘরে এলে ।
রাজপুত্র ছেলে আমার ,
নয় সে এলেবেলে ।
পণ নেব ; একদম না ,
বলছি শোন ভাই ।
আমার ঘরে লক্ষী আসুক ,
এটাই শুধু চাই ।
সবাই যেন বলতে পারে ,
এলো বটে হালদার ঘরে ,
রূপে-গুনে , ধনে-মানে ;
ত্রিভূবনে নাই ।
লক্ষী শুধু চাই ।
ছেলে আমার ভীষণ ভালো ,
পণ সে নেবে না ।
মারুতি সুইফটে বউ টা আসুক ,
আর কিছু চাই না ।
বাসে ট্রামে চড়বে মেয়ে ,
সেটা কি আর হয় ।
শুধুই একটা মোটর গাড়ি ;
আর তো কিছু নয় ।
খাট , আলমারি , ফ্রিজ , টিভি ;
ঘরে আছে ভাই ।
আমার শুধু ঘরে একটা ,
লক্ষী আসা চাই ।
সোনা দানা যা দেবেন ,
মেয়ের জন্যি সব ।
পণ প্রথার বিরুদ্ধে ছেলে ,
করেছে 'কলোরব' ।
মেয়ে আপনার সব ই বোঝেন ,
গরম কেমন ? সব ই জানেন ,
সেন্ট্রাল এ.সি থাকলে পরে ,
চিন্তা থাকে না আর ।
ভাববেন না পণ চাইছি ,
চাই না কিছু আর ।
ভীষণ আদর্শবাদী জানবেন ,
ছেলে যে আমার ।
জীবন বিমা , ফিক্স ডিপোজিট ;
মেয়ের ভবিষ্যত্‍ ।
আমরা কেন চাইতে যাব ,
সে তো আপনার সম্পদ ।
এসব কিছু আমার ছেলে ,
কক্ষনো চাইবে না ।
ছেলে আমার ভীষণ ভালো ,
পণ সে নেবে না ।।