নদী টা আজ অবরুদ্ধ ,
কারা যেনো বাঁধ তুলে দিয়েছে ;
এটাই নাকি সভ্যতা !
আমি বলি বর্বরতা !
ওরা কি পারবে কেড়ে নিতে ?
হয়ত কিছুক্ষণ বা কিছুদিন ;
বা আরো বেশি কিছু কাল ,
কিন্তু তারপর---
নদী ; সে তো প্রবহমান---
সে তো আনবেই তার শুভ্র সকাল ।
সে তো মিশবেই মোহনায় ,
নিয়ে আপন অধীকার !
সাগর বুকে ঠিক খুঁজে পাবে ,
ঠিকানা বাঁচার !
নদী তো আপন বেগে বইবেই ;
জীবন তো নিজ ছন্দে চলবেই ;
জীবন সে তো নদী---
রোধ করে , সাধ্য কার ?