কখনো ফেরার পথে ,
বুকে হাঁটা সরীসৃপ  যত ;
মনের খাতায় জমা-
লাল নীল বেগুনি ক্ষত !
একদিন জানলা খুলে ,
উড়িয়ে দেওয়া সফিন স্বপ্নের ঢেউ !
টুপ টাপ দেখেছিল নদী ,
আর ছিল না কেউ !
একদিন রাতের গন্ধ গায়ে মেখে ,
তারাদের দেশে লেগেছিল আগুন !
যত সব আবরন হীন চাতক পাখি ,
মেঙেছিল না ফোটা ফাগুন !
শিকারী রাতের কোলে নেমে এসেছিল ,
বটের ঝুরির মত শেষের আশা !
শ্বেত শুভ্র ছেদক যন্ত্রে আঁকা;
লাল রক্তের সর্বনাশা !
একদিন বাড়ি ফিরে ,
সাহারার শিয়ালের চোখে দেখেছিলাম-
শ্বশানের প্রতিচ্ছবি !
আঁকা বাঁকা অ্যানাকোন্ডার মত ,
শুয়ে আছে রাত শেষের রবি !
তার বুক খোলা শরীরে ,
তখন লেগে শেষ মিলনের শিশির !
ভোরের আগে কেউ কখনো দেখেনি শেষ রাত ;
শোনেনি একলা জেগে থাকা ডাক পাখির !
পশ্চিমের দেশে তখন হয়ত সাগর মেখে ;
সন্ধ্যার আগমন !
আমি তো পূরবেই,  দেখেছি সেই ;
পিয়াসী রক্তাক্ত রমন !!