অতঃপর ঝুম..বৃষ্টি
              গল্প হলো সৃষ্টি


ঃ বন্ধু— আজ আর বসা হলোনা বোধহয় !
ঃ কোথায় !?
ঃ ভালোবাসা যেখানে জন্মালো!
ঃ ক্যানো !?  বসে'ইতো আছি !
ঃ মেঘ জমেছে !
ঃ তাতে কি !?
ঃ বৃষ্টি নামবে তো !
ঃ ক্ষতি কি!?
ঃ হা রে ! ভিঁজবো না কি !?
ঃ হ্যাঁ.......!
ঃ ওহ ! তুমি না —বড় বেয়াড়া, উঠবে'ই না ;
জমুক মেঘ ঝরুক বৃষ্টি কি সকাল,
কি দুপুর, কি বিকেল—রাত্রি,
ভিঁজিয়ে যাক অনন্ত সময় ধরে ;
তুমি ফুটে থাকো আমার চোখের তারায়
কদম, কেঁয়া — কেতকী হয়ে  !
ঃ ঠিক আছে -ঠিক আছে !
তুমি'ইতো বরষার অঝোর বরষন -
এই বুকে — তুমি বকুলের ঘ্রান -
ছড়িয়ে দিয়েছো ! শিউলি ফুলের
সন্ধা আর ভোর তুমি,
বিমুগ্ধ করেছো সেই আবীরে  !


             অতঃপর ঝুম.. বৃষ্টি
              গল্প হলো সৃষ্টি


"বরষার আয়োজন "
...................................
২০/০৬/১৪ইং