যদি কুঁড়িগুলো সব ফুল হয়ে ওঠে
অঙ্কুরগুলো বৃক্ষ হয়ে ওঠে
দ্বেষ হিংসা রাজনীতির ছাইএর সাম্রাজ্যে
যদি সাম্রাজ্যের শ্মশানগুলো হতে পারে
এক একটা রুপকথার রাজ্য-----
যদি পাহার পর্বত ক্যাকটাস গুলোর গায়ে
বপন করা যায় ভালোবাসা আড় শান্তির বীজ
ধোঁয়াশাচ্ছন্ন আকাশটাকে সরিয়ে
কেউ যদি আনতে পারে একমুঠো জ্যোৎস্না--
যদি নবজাতকেরা প্রতীজ্ঞা কঠিন হাতে
আনে নব দিগন্তের নীশান-----
তবে একটা নতুন  দিগন্ত আসবে
"যেখানে শোকসভাগুলো  সব হয়ে যাবে
এক একটা অন্যপ্রাশন".........