নোংরা-ধুলো-ঝুলে ভরা
আজকের এ সংসার
ঘরের কোণে অনিচ্ছাতেও
জমছে অন্ধকার ।
ওদেরই শাসন প্রতিষ্ঠিত
ওরাই করছে রাজ
নিজের ঘরে সাজছি বসে
কাঠ-পুতুলের সাজ ৷


বছরের পর বছর গড়ে
মুখের বলিরেখা
সুখ-দুঃখও পাথর হল
হয়নি কিছুই শেখা ৷
পথের দিশা হারিয়ে আজ
চলছি একেঁবেঁকে
পথের ধুলোও এই সুযোগে
হাসছে আমায় দেখে ৷


অপেক্ষাতে দমকা হাওয়া
দরজা দেবে খুলে
পূবের দিকে মুখ রেখেছি
সূর্য উঠবে বলে ৷
আলো এসে ভরিয়ে দিক
ঘরের আনাচ-কানাচ
দেওয়ালে ঝুল ঝুলছে ঝুলুক
মনে আতস কাঁচ ৷