নাড়ির টানে যার সাথে সখ্যতা
তারই কিছু সাতকাহনের কথা
কথার মালায় প্রণাম করি তারে
আমার মা সেই তুলনাহীনারে ৷


দেখেছি মায়ের সর্বংসহা রূপ
অস্থিরতার মাঝেও ভীষণ চুপ
চোখের কোণে জমানো সিন্ধু জল
ঢেউ সামলিয়ে হাসি ছিল ঝলমল ৷


আমার মায়ের নক্সা আঁকা কাঁথা
প্রতি ফোঁড়েতে জীবন-ছবি গাঁথা
গুনগুনিয়ে গেয়ে যেত কোন্‌ গান
আঁকা ছবি হত জীবন্ত চলমান ৷


পরনে মায়ের লালপাড় সাদা শাড়ী
আঁচল হয়ে ঘুরতাম সারা বাড়ি
সকালের হত দুপুরের সাথে কথা
কত অভিযোগ নালিশের ঘনঘটা ৷


প্রতি রাত ছিল আবেশ মাখানো বেশ
কল্পলোকের গল্প হত না শেষ
মা তখন এক স্বপ্নালোকের পরী
তেপান্তরের পথে দিতাম পাড়ি ৷


রাতের তারারা ঝিকমিক আজও জ্বলে
জানালায় মুখ নীল-পরী এসে বলে
এখনও রাত অনেকটা আছে বাকি
মায়ের গল্পে সারারাত জেগে থাকি ৷


সেই সব দিন চলে গেছে বহুদূরে
জীবন-নাটকে চরিত্র গেছে ঘুরে
আঁচল এখন ছোট্ট ছেলের মা
নাড়ির টান কোনদিনও থামবে না ৷